

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরগুনার পাথরঘাটায় ১০২ কেজি হরিণের মাংসসহ লিটন (৪৯) নামের এক শিকারীকে আটক করেছে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন।
রোববার ভোর রাত ৩টার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের একই গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত লিটন (৪৯) একই এলাকার মোঃ রুস্তম আলীর ছেলে।
কোস্টগার দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু অসাধু চক্র সুন্দরবনের হরিণ শিকার করে মাংস পাচার করছে। এমন সংবাদে ভিত্তিতে পাথরঘাটা উপজেলার কাঠালতলা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করা হয়।
পরে রাত তিনটার দিকে একই এলাকা থেকে লিটন নামের এক হরিণ শিকারীকে ১০২ কেজি মাংসসহ আটক করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে তিনি জানান, হরিণ শিকারের সাথে তিনি জড়িত আছেন।
তিনি আরো জানান, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের কাছে ১০২ কেজি হরিণের মাংস ও শিকারি লিটনকে হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন
