সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ পিএম
শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
expand
শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আগামী ১৪ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

রোববার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ভালুকা বাসস্ট্যান্ড স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।

উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন এবং পুলিশ প্রশাসনের পক্ষে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে দেশ গড়ার শপথ পাঠ করেন ভালুকার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X