

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাবনায় নাশকতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (১৩ ডিসম্বের) দুপুরে পাবনা শহরের কৃষ্ণপুর এলাকার নিজ বাড়ি থেকে নিষিদ্ধ ঘোষিত পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও সাবেক এমপি গোলাম ফারুক প্রিন্সের ঘনিষ্ট সহযোগী কামিল হোসেন (৫৫) গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
সে ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত ছাত্র জাহিদ ও নিলয় হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামি।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে আরেকটি বিশেষ অভিযানে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের দুই শীর্ষ নেতাকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাইমিন হোসেন চঞ্চল।
জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদের সার্বিক তত্ত্বাবধানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলাকায় বেশ কিছু নাশকতা ও অপরাধমূলক কর্মকান্ডে সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল জানান, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ প্রক্রিয়ায় তাদেরকে আটক করা হয়েছে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে আছেন এবং প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ চলছে।
মন্তব্য করুন
