

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় জড়িত কেউ যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সে লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত থেকে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলাগুলোতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ও সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর আওতাধীন সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে সীমান্তজুড়ে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে।
বিজিবি সূত্র জানায়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাজুড়ে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় যেকোনো অপরিচিত ব্যক্তি ও সন্দেহজনক যানবাহন তল্লাশির মাধ্যমে অপরাধীদের শনাক্ত করার কার্যক্রম চলমান রয়েছে।
২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় টহল স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ করা হয়েছে। কোনো অবস্থাতেই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে দেওয়া হবে না। ২৫ বিজিবির আওতাধীন প্রতিটি বিওপির সদস্যরা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে এবং সন্দেহজনক যেকোনো চলাচলের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন
