রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধভাবে গাছ কেটে-কাটা তারের বেড়া দিয়ে স্কুল বন্ধের অভিযোগ

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম
সংবাদ সম্মেলন
expand
সংবাদ সম্মেলন

নরসিংদীর বেলাবো উপজেলা নারায়পুর ইউনিয়নের গোবিন্দপুরে অবস্থিত আলী আকবর আইডিয়াল স্কুলের গতকাল স্থানীয় প্রভাবশালী কর্তৃক স্কুলে কাটা তারের বেড়া এবং গাছ কেটে স্কুলের পাঠদান বন্ধ করে দিয়েছে বিদ্যালয় পরিচালনা পর্ষদ।

শনিবার (১৩) দুপুরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ড. রহমত উল্লাহ পাভেল এসব অভিযোগ করেন।

এসময় অবৈধভাবে জোর পূর্বক স্থানীয় প্রভাবশালী কর্তৃক গাছ কেটে এবং কাটা তারের বেড়া দিয়ে স্কুল বন্ধের অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ২০১৭ সালে বেসরকারি প্রতিষ্ঠান আলী আকবর একাডেমি স্কুলটি প্রতিষ্ঠিত হয় । প্রতিষ্ঠার পর পৈত্রিক সূত্রে মালিক হয়ে জমিতে স্থায়ী ক্যাম্পাসে স্কুল ঘর নির্মাণ করা হয়।

তিনি আরও বলেন, স্থানীয় প্রভাবশালী জয়নাল, কামাল,রহমান ও রতন গত ১২ ডিসেম্বর অবৈধভাবে জোর পূর্বক স্থানীয় প্রভাবশালী কর্তৃক গাছ কেটে এবং কাটা তারের বেড়া দিয়ে স্কুল বন্ধ করে দিয়েছে।

বর্তমানে স্কুল মাঠে বাশের বেড়া দেওয়ায় ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা স্কুলে প্রবেশ করতে না পারায় বন্ধ হয়ে যায় শিক্ষার কার্যক্রম। এ বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করা হয়।

অভিযুক্ত জয়নাল মিয় বলেন আলী আকবর মামলা করলে,মামলার রায় আমাদের পক্ষে আসে সে পরিপ্রেক্ষিতে আমরা বেড়া দিয়েছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X