রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম
অস্ত্রসহ যুবককে আটক
expand
অস্ত্রসহ যুবককে আটক

চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলা শহরের গোবিন্দপুর মাঠ পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।

আটক যুবক ওই এলাকার মরহুম তারাচাদ শেখের ছেলে লিংকন হাসান হিরক (২৬)।

শনিবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে বাংলাদেশ সেনাবাহিনী ও আলমডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ লিংকন হাসান হিরোকে আটক করা হয়।

সেনাবাহিনীর ক্যাপ্টেন তোফাজ্জেল হক জানান, তারই নেতৃত্বে গভীর রাতে পরিচালিত এ অভিযানে গোবিন্দপুর মাঠ পাড়ার একটি টোংঘর ঘিরে ফেলে হয়। টোংঘরের ভেতর থেকে একটি ওয়ান শুটার গান, একটি চাইনিজ কুড়াল এবং একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে। এ সময় সেখানেই অবস্থানরত লিংকন হাসান হিরককে আটক করা হয়।

উদ্ধারকরা অস্ত্র ও আলামত পুলিশ জব্দ করে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X