রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ  

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম
ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
expand
ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

শরীফ ওসমান হাদি ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহকে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ করার ঘটনার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা।

বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন।

সমাবেশে বক্তারা এই হামলাকে গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সন্ত্রাস ও সহিংসতার রাজনীতি বন্ধের আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X