রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সদরপুরে নিজ হাতে ব্যানার-ফেস্টুন সরালেন বিএনপি প্রার্থী বাবুল

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ পিএম
নিজের সব ব্যানার ফেস্টুন খুলে ফেলেছেন ফরিদপুর-৪ বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল
expand
নিজের সব ব্যানার ফেস্টুন খুলে ফেলেছেন ফরিদপুর-৪ বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই নির্বাচনী আচরণবিধি মেনে চলার অংশ হিসেবে নিজের সব ব্যানার ফেস্টুন খুলে ফেলেছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

একই সঙ্গে তিন উপজেলা জুড়ে স্থাপন করা দলীয় ও ব্যাক্তিগত সকল ব্যানার ফেস্টুন অপসারণ করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় সদরপুর উপজেলার প্রধান সড়কে নিজে উপস্থিত থেকে এসব ব্যানার ফেস্টুন অপসারণ করেন তিনি। এ সময় তার সঙ্গে সদরপুর উপজেলা বিএনপির আহব্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, যুগ্ম আহব্বায়ক কেএম আবু সাইদসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, আমি এবং আমার দল বিএনপি সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। নির্বাচনের তপশিল ঘোষণা হয়েছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের ব্যানার, ফেস্টুন, পোস্টারসহ প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনী আচরণবিধি মানা আমাদের সবার দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই অপসারণ করছি এবং সকল নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুন অপসারণ করার মেসেজ পৌছে দিয়েছি। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করছি। আগামী নির্বাচন যেন আইন মেনে অনুষ্ঠিত হয় এ প্রত্যাশা করছি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর (সোমবার)। পাশাপাশি ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে ৪ জানুয়ারি, ২০২৬ (রোববার) পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে।

এদিকে রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিলের শেষ সময় ঠিক করা হয়েছে ১১ জানুয়ারি, ২০২৬। পাশাপাশি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, ২০২৬।

অন্যদিকে রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। পাশাপাশি নির্বাচনি প্রচার-প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X