

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই নির্বাচনী আচরণবিধি মেনে চলার অংশ হিসেবে নিজের নির্বাচনী প্রচারণার পোষ্টার নিজেই তুলে ফেললেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে শহরের বিভিন্ন এলাকায় নিজের নির্বাচনী প্রচারণার পোস্টার তুলে অপসারণ করেন তিনি।
এতে জেলা ও শহর জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন।
জানা গেছে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এসময় নির্বাচন কমিশনার ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনে অংশ নেওয়া সম্ভাব্য প্রার্থীদের নিজ খরচে সব ধরনের আগাম প্রচার সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেন।
সেই প্রজ্ঞাপনের আলোকে শুক্রবার সকালে আমির হামজা নেতাকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন স্থানে লাগানো তার নির্বাচনী পোষ্টার-ব্যানার অপসারণ করেন।
এসময় আমির হামজা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,"কোনোভাবেই যেন এমন কিছু না করা হয় যা আচরণবিধি লঙ্ঘনের শামিল। নির্বাচন কমিশনের আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশও দেন তিনি।
মন্তব্য করুন
