

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ভবনের নিচতলার গোডাউনে থাকা গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে যায়। শনিবার ভোররাতে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটানিং অফিসার এসএম মেহেদী হাসান ও জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গতকাল রাতে ৪টার দিকে জেলা নির্বাচন অফিসের নিচতলায় জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় অফিসের নাইটগার্ড টের পেয়ে চিৎকার দিলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। এর আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।
জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান বলেন, লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে নাশকতামূলক অগ্নিসংযোগ করেছে। অগ্নি নিয়ন্ত্রণে এসেছে। পুলিশ ঘটনাস্থলে আছে। দ্রুত দুর্বৃত্তদের আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, রিটার্নিং অফিসার এর অফিস, সকল সহকারী রিটার্নিং অফিসার এর কার্যালয়, জেলা নির্বাচন অফিস, সকল নির্বাচন অফিসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
মন্তব্য করুন
