রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নবীগঞ্জে সরকারি টপ সয়েল কাটার অভিযোগে প্রশাসনের অভিযান

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ পিএম
টপ সয়েল কাটার অভিযোগে অভিযান
expand
টপ সয়েল কাটার অভিযোগে অভিযান

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি ও টপ সয়েল কাটার অভিযোগে পানিউমদা ইউনিয়নের ববান চা বাগানে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করেছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে পরিচালিত এ অভিযানে চা বাগানের একটি টিলায় এক্সকাভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়।

উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সূত্র জানায়, অনুমোদন ছাড়া চা বাগানের ভেতরে মাটি কাটার বিষয়ে সংশ্লিষ্ট ম্যানেজারকে আগে থেকেই সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি নির্দেশ অমান্য করে পুনরায় টপ সয়েল কাটতে থাকেন। এতে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫–এর ৪(২), ৬(খ) ও ১২ ধারার সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে বলে নিশ্চিত হয় প্রশাসন।

এ ঘটনায় চা বাগানের ম্যানেজার, স্বত্বাধিকারী ও টিলা বাবুর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য থানায় এজাহার পাঠানো হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম এবং সেনাবাহিনীর কর্মকর্তারা। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X