

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙ্গাবালী উপজেলা শাখা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণার পরপরই রাঙ্গাবালী সদরের বাহেরচর বাজার থেকে তাৎক্ষণিক এই মিছিলটি বের হয়।
উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের উদ্যোগে বের হওয়া মিছিলটি বাহেরচর বাজার থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বাহেরচর বাজার চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন, তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে সহ বিভিন্ন স্লোগান দেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বলেন, বিগত চারটি জাতীয় নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করেছে। ২০১৪ সালের বিনাভোটের নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোট এবং ২০২৪ সালের ডামি নির্বাচনের কারণে জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। এবার ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ পুনরায় ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। আমরা যোগ্য প্রার্থী ও প্রতীক বিবেচনা করে ভোট দেব।
তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছাবো এবং ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করবো। বিশেষ করে পটুয়াখালী-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের পক্ষে তৃণমূল পর্যায়ে ব্যাপক সমর্থন গড়ে তুলছি। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে ছিলেন, শিক্ষাবান্ধব, উন্নয়নমুখী এবং নির্লোভ রাজনীতির প্রতীক হিসেবে তরুণ ভোটারদের মাঝেও সমান জনপ্রিয়। আমরা বিশ্বাস করি, এবিএম মোশাররফ হোসেনকে বিপুল ভোটে জয়ী করে সংসদে পাঠাতে পারলে এই অঞ্চলের উন্নয়ন নতুন গতি পাবে।
সমাবেশে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈকত ইসলাম সজীব, তুষার তালুকদার, রাহাত বয়াতী, টিপু প্যাদা সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
