

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিল নিজ উদ্যোগে সব ধরনের নির্বাচনী প্রচারণামূলক ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টা থেকেই চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাট এলাকার থেকে শুরু করে নির্বাচনী এলাকার বিভিন্ন পয়েন্টে নিজের ব্যানার-পোস্টার নিজেই অপসারণ করেন সতন্ত্র এই প্রার্থী।
জানা যায়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় নির্বাচন কমিশনার ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনে অংশ নেওয়া সম্ভাব্য প্রার্থীদের নিজ খরচে সব ধরনের আগাম প্রচারসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেন। সেই প্রজ্ঞাপনের আলোকে শুক্রবার বিকালে স্বতন্ত্র এমপি প্রার্থী নেতাকর্মীদের নিয়ে চরভদ্রাসনের গোপালপুর ঘাট এলাকায় তার নির্বাচনী ব্যানার-পোস্টার নিজের হাতে অপসারণ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।
এ সময় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মুফতি রায়হান জামিল বলেন, নির্বাচন কমিশনের প্রতি সম্মান জানিয়ে তাদের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যেই আমি এ উদ্যোগ নিয়েছি। পাশাপাশি পরিবেশ দূষণ রোধ এবং জনগণের সামনে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করাই মূল লক্ষ।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই নির্বাচন কমিশনের বিধিবিধান মানার ক্ষেত্রে প্রার্থীর এ পদক্ষেপকে সচেতনতা ও দায়িত্বশীলতার উদাহরণ হিসেবে দেখছেন।
মন্তব্য করুন
