

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জ-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন বলেছেন, দেশে স্বাধীনতার পর থেকে রাজনৈতিক প্রতিহিংসা, সংঘাত ও হানাহানির সংস্কৃতি চলে আসছে। এখন সময় এসেছে সেই প্রতিহিংসার রাজনীতিকে কবর দেওয়ার।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের নয়না গ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
কে এম বিল্লাল হোসাইন বলেন, “আমরা সবাই এক দেশের মানুষ, একে অপরের ভাই। এ দেশে হানাহানি, সংঘাত কিংবা প্রতিহিংসার রাজনীতি চাই না। সামনের প্রজন্মের জন্য শান্তির ও ভ্রাতৃত্বের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারলে সমাজ থেকে মাদক নির্মূলকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন তিনি। পাশাপাশি নদীবেষ্টিত মুন্সীগঞ্জে প্রতিবছর ভয়াবহ নদীভাঙনে বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হন উল্লেখ করে তিনি স্থায়ী একটি বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক গাজী রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুনসুর আহমেদ মুসা, লৌহজং উপজেলা সাধারণ সম্পাদক ডা. ওবায়দুল্লাহ সরদার, উপজেলা সহসভাপতি আব্দুস সাওয়ার মোল্লা, আল আমিন বেপারীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী।
মন্তব্য করুন
