

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


“কেন্দ্রে যদি ভোটার উপস্থিতি না করতে পারি, তাহলে আমরাও আওয়ামী লীগের মতো ধরা খাব”—এমন মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি রেহান উদ্দিন ভূঁইয়া।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সিংগারবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি আয়োজিত বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, বিগত ১৫–১৬ বছরে “আওয়ামী লীগ বিনা ভোটে নির্বাচিত হয়েছে” এবং “ভোটকেন্দ্রে কুকুর ঘুমিয়ে থাকা দৃশ্য মিডিয়ায় প্রচারিত হয়েছিল”—এমন পরিস্থিতি আর হতে দেওয়া যাবে না বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে কর্মী–সমর্থকসহ সব ভোটারকে ভোটকেন্দ্রে নেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম। সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল মিয়া এবং ইউনিয়ন ছাত্রদল সভাপতি সজিব ভুঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজল মিয়া, সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার উদ্দিন ইকতার, জেলা বিএনপির সাবেক সদস্য হেলাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাঈদ খোকন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলীপসহ স্থানীয় নেতা-কর্মীরা।
শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
মন্তব্য করুন
