রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তফসিলকে স্বাগত জানিয়ে জামায়াতের গণমিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম
জামায়াতে ইসলামীর গণমিছিল
expand
জামায়াতে ইসলামীর গণমিছিল

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় গণমিছিল করেছে জামায়াতে ইসলামী। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসাইনের সমর্থকরা এই গণমিছিলের আয়োজন করেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আশুগঞ্জ উপজেলা সদরের রওশন আরা জলিল স্কুল অ্যান্ড কলেজ চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়। এতে হাজারো লোক অংশ নেন। মিছিলটি আশুগঞ্জ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে আশুগঞ্জ গোলচত্বরে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা দাঁড়িপাল্লা প্রতীক হাতে নিয়ে স্লোগান দেন।

মিছিল শেষে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের একাংশ) আসনের পরিচালক মাওলানা এনাম খান।

সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসাইন। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আবুল বাশার, অফিস সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. রুকন উদ্দিন, আশুগঞ্জ উপজেলা জামায়াতের আমির শাহজাহান ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মী।

গণমিছিলে অংশগ্রহণকারীরা তফসিল ঘোষণার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X