রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে হত্যা মামলার আসামি ইমন গ্রেপ্তার

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ পিএম
ইমন (২২)
expand
ইমন (২২)

যশোর শহরের আলোচিত ষষ্টিতলা এলাকার আশরাফুল ইসলাম বিপুল হত্যা মামলার অন্যতম আসামি ইমন (২২)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মণিরামপুর উপজেলার গোপীকান্তপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-৬ জানায়, হত্যাকাণ্ডের পর থেকে ইমন দীর্ঘদিন আত্মগোপনে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ইমন যশোর সদরের ডালমিল কলাবাগান এলাকার জব্বারের ছেলে।

তদন্তে জানা গেছে, বিপুল হত্যার পেছনে ছিল দীর্ঘদিনের পারিবারিক ও ব্যক্তিগত বিরোধ। ইমনের সহযোগী রিয়াজ হোসেন বাপ্পীর সাবেক স্ত্রী সুমাইয়া আক্তার পরবর্তীতে বিপুলকে বিয়ে করলে বিরোধ আরও তীব্র হয়। এ নিয়ে বিপুলের সঙ্গে আসামিদের একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে।

গত ১২ জুলাই রাতে ষষ্টিতলা এলাকায় পূর্বপরিকল্পিতভাবে ইমনসহ কয়েকজন মিলে বিপুলকে কুপিয়ে হত্যা করে। পরদিন নিহতের মা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করলে আসামিরা পলাতক হয়ে যায়। মামলার অন্য দুই আসামি রিয়াজ হোসেন বাপ্পী (২৮) ও রাজীব হোসেন (১৯) কে এর আগে ১৩ জুলাই র‍্যাব-৬ গ্রেপ্তার করে।

র‍্যাব-৬ সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক জানান, গ্রেপ্তার ইমনকে আইনগত ব্যবস্থা নিতে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X