রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের গায়ে হাত দিতে চাইলে কব্জি কেটে দেয়া হবে: আকরাম আলী

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ এএম
ইসলামী ও সমমনা ৮ দলীয় জোটের প্রার্থীদের যৌথ জনসভা
expand
ইসলামী ও সমমনা ৮ দলীয় জোটের প্রার্থীদের যৌথ জনসভা

ফরিদপুর-২ আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা শাহ মো. আকরাম আলী বলেছেন, আমরা প্রত্যেকেই ইসলামের সৈন্য। দল–বেদল নির্বিশেষে সবাই ইসলামের পথে চলতে চাই। এবার যে সুযোগ এসেছে, তার যথাযথ ব্যবহার করতে হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাদ মাগরিব সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ছোট লক্ষণদিয়া খেলার মাঠে ইসলামী ও সমমনা ৮ দলীয় জোটের প্রার্থীদের যৌথ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আকরাম আলী আরও বলেন, যত ধরনের অন্যায়–অত্যাচার, দুর্নীতি, ঘুষ, সুদ ও চাঁদাবাজি রয়েছে—সবকিছুকে বিদায় দিয়ে হক ও ন্যায়নীতি প্রতিষ্ঠার তৌফিক আল্লাহ আমাদের দিন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি ভোটের গায়ে হাত দিতে চায়, তার হাতের কব্জি কেটে দেওয়া হবে। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে বিজয়ী হতে চাই।

জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী ও সমমনা ৮ দলীয় লিয়াজো কমিটির আহ্বায়ক অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ। পরিচালনা করেন মো. এজাজুল হক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ফরিদপুর-২ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া, জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মাওলানা সোহরাব হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা শাহ মো. জামাল উদ্দিন এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X