রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ এএম
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি
expand
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় মাদকের টাকার জন্য পরিবারের কাছে অর্থ না পেয়ে নিজের ঘরে আগুন দিয়েছেন মহসিন মাদবর (২৬) নামের এক যুবক।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঠাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত মহসিন মাদক সেবনের জন্য বাবার কাছে টাকা দাবি করে আসছিলেন। ঘটনার দিন তিনি আবারও টাকা চান। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে নিজের ঘরে আগুন ধরিয়ে দেন। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরের বেশ কিছু আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মহসিন মাদবর ওই গ্রামের হোসেন মাদবরের ছেলে। তার দুই সন্তান রয়েছে। বড় ছেলে সাইফুল ইসলাম কাঠাদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। মহসিনকে আটক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

টঙ্গীবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ হোসেন বলেন, মাদকাসক্ত এক যুবক মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তাকে পাওয়া যায়নি, তবে আটক করার চেষ্টা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X