

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কার্যত ভারত ও রাশিয়াকে চীনের কাছে হারিয়ে ফেলেছে। ব্যঙ্গের সুরে তিনি বলেছেন, এই তিন দেশেরই যেন একসঙ্গে সমৃদ্ধ ভবিষ্যৎ হয়।
বেইজিং যখন নতুন বৈশ্বিক শক্তি কাঠামো তৈরির পথে এগোচ্ছে, তখন ওয়াশিংটনের সাবেক নেতা এমন মন্তব্য করলেন নয়াদিল্লি ও মস্কোকে নিয়ে।
সপ্তাহের শুরুতে চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আতিথ্য দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, “মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে চীনের গভীর আঁচলে হারিয়ে ফেলেছি। তাদের জন্য দীর্ঘ ও সমৃদ্ধ অংশীদারিত্বের কামনা করছি!”
বিশ্লেষকরা বলছেন, এই মন্তব্যকে নয়াদিল্লি, মস্কো ও বেইজিংয়ের ঘনিষ্ঠতর সম্পর্কের বিষয়ে ট্রাম্পের অন্যতম সরাসরি স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
এই তিন পরমাণু শক্তিধর দেশের নেতা শক্তি, নিরাপত্তা, বাণিজ্যসহ নানা বিষয়ে ঘনিষ্ঠ সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক বাণিজ্যনীতিতে ওয়াশিংটনের সঙ্গে তাদের অমিল স্পষ্ট হয়েছে।
গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ভারতকে চীনের প্রভাবের ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দেখছে। রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় শাসনই নয়াদিল্লির সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়তে কাজ করেছে।
ট্রাম্প তার প্রথম মেয়াদে ভারতের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে তুলেছিলেন। তবে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কের ভাঙনের ইঙ্গিত দিচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের শুল্কনীতি ও রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি বাণিজ্যের সমালোচনা ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্ককে দুর্বল করে দিয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    