মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন ভিসার জন্য যাদের বন্ড লাগবে না

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম
মার্কিন ভিসা
expand
মার্কিন ভিসা

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্বস্তির খবর দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, শিক্ষার্থীদের ভিসার ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক বন্ড বা জামানত দেওয়ার প্রয়োজন নেই।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা এফ অথবা এম শ্রেণির ভিসায় যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাবেন, তাদের জন্য এই বন্ড সংক্রান্ত নিয়ম প্রযোজ্য হবে না।

তবে দূতাবাস স্পষ্ট করেছে, সীমিত কিছু পরিস্থিতিতে ব্যবসা ও পর্যটন ভিসা অর্থাৎ বি১/বি২ ক্যাটাগরির আবেদনকারীদের কাছ থেকে জামানত নেওয়া হতে পারে।

এর আগে সোমবার (১৯ জানুয়ারি) দেওয়া এক ঘোষণায় বলা হয়েছিল, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান রোধে বাংলাদেশি ব্যবসায়ী ও পর্যটকদের জন্য সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ টাকার সমান।

এই নিয়ম কার্যকর হবে ২১ জানুয়ারি থেকে যেসব বাংলাদেশি নাগরিক নতুন করে বি১/বি২ ভিসা অনুমোদন পাবেন, শুধুমাত্র তাদের ক্ষেত্রে। যাদের কাছে এর আগেই ইস্যু করা বৈধ ভিসা রয়েছে, তারা এই শর্তের আওতায় পড়বেন না।

মার্কিন দূতাবাস আবেদনকারীদের সতর্ক করে জানিয়েছে, ভিসা সাক্ষাৎকারের আগে যেন কেউ কোনো ধরনের অর্থ বা বন্ড জমা না দেন। আগাম অর্থ প্রদান ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না এবং তৃতীয় পক্ষের মাধ্যমে লেনদেন প্রতারণার ঝুঁকি তৈরি করতে পারে। নিয়ম অনুযায়ী, সাক্ষাৎকারের আগে দেওয়া অর্থ ফেরতযোগ্য নয়।

তবে যেসব আবেদনকারী ভিসার শর্ত মেনে সময়মতো যুক্তরাষ্ট্র ত্যাগ করে নিজ দেশে ফিরে আসবেন, তারা জমা দেওয়া বন্ডের পুরো অর্থ ফেরত পাবেন।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ মোট ৩৮টি দেশের নাগরিকদের জন্য এই ১৫ হাজার ডলারের ভিসা বন্ড ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালুর ঘোষণা দেয়। এর লক্ষ্য হলো ভিসা অপব্যবহার কমানো এবং নির্ধারিত সময় শেষে নিজ দেশে ফেরার প্রবণতা বাড়ানো।

শিক্ষার্থীদের এই ব্যবস্থার বাইরে রাখায় বর্তমানে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত ও ভবিষ্যতে পড়াশোনার পরিকল্পনায় থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X