শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ষষ্ঠবারের মতো গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আটকাল যুক্তরাষ্ট্র

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ এএম
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হওয়া বৈঠক
expand
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হওয়া বৈঠক

ষষ্ঠবারের মতো গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হওয়া বৈঠকে এই প্রস্তাব তোলা হলে ওয়াশিংটন একমাত্র দেশ হিসেবে এর বিরোধিতা করে। ফলে এটি পাস হয়নি। এ নিয়ে ষষ্ঠবারের মতো গাজা যুদ্ধবিরতির প্রস্তাব আটকাল যুক্তরাষ্ট্র।

অবিলম্বে স্থায়ী ও শর্তহীন যুদ্ধবিরতি কার্যকর করা। গাজার ওপর সব ধরনের অবরোধ ও বিধিনিষেধ প্রত্যাহার করা। মানবিক ত্রাণ সরবরাহের পথ খুলে দেওয়া। একইসঙ্গে গাজায় আটক থাকা ইসরায়েলি জিম্মিদের দ্রুত ও সম্মানের সঙ্গে মুক্তি দেওয়ার শর্ত।

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। কিন্তু স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ভেটো করায় তা গৃহীত হয়নি। প্রতিক্রিয়া ও সমালোচনা

হামাস বলেছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আসলে গণহত্যার অপরাধে সরাসরি সম্পৃক্ততারই ইঙ্গিত। বৈঠকের আগে জাতিসংঘে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কুস লাসেন মন্তব্য করেন, গাজায় দুর্ভিক্ষ এখন আর অনুমান নয়, এটি নিশ্চিত বাস্তবতা। তিনি আরও বলেন, ইসরাইলের সামরিক অভিযান বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

প্রায় দুই বছর ধরে চলমান ইসরাইলি হামলায় গাজায় মৃত্যুর সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৬৫ হাজারের বেশি মানুষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন