রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র প্রবাসীদের জন্য দু:সংবাদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১১:২৬ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
expand
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উন্নয়নশীল দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করার পদক্ষেপ গ্রহণ করবে তার প্রশাসন।

তিনি আরো বলেন, দেশের শাসনব্যবস্থাকে আগের স্থিতিতে ফিরিয়ে আনতেই এ নীতিগত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রে বসবাসরত ‘অ-নাগরিকদের’ জন্য সব ধরনের সরকারি সুবিধা ও আর্থিক বরাদ্দ বন্ধ করার পরিকল্পনা রয়েছে তার।

তিনি বলেন, দেশের শান্তি ও সামাজিক স্থিতিশীলতা ক্ষুণ্ন হলে সংশ্লিষ্ট ব্যক্তির নাগরিকত্ব বাতিল করা হতে পারে। একই সঙ্গে যে কোনো বিদেশিকে বহিষ্কার করা হবে—যদি তাকে জাতীয় নিরাপত্তার হুমকি, রাষ্ট্রের ওপর বোঝা কিংবা পশ্চিমা মূল্যবোধের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ মনে করা হয়।

তার এই মন্তব্য আসে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের কাছে গুলিতে এক ন্যাশনাল গার্ড সদস্য নিহত হওয়ার ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই। তদন্ত কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, হামলার সঙ্গে একজন আফগান নাগরিক জড়িত থাকতে পারে। সেই ঘটনার পরই ট্রাম্প তার অভিবাসন নীতি নিয়ে কঠোর অবস্থান তুলে ধরেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X