রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় অব্যাহত ইসরাইলি হামলা, নিহতের সংখ্যা ছাড়াল ৬৯ হাজার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৯:০৩ এএম
যুদ্ধবিধ্বস্ত গাজার মধ্যে হেঁটে বেড়াচ্ছে শিশুরা। ছবি: সংগৃহীত
expand
যুদ্ধবিধ্বস্ত গাজার মধ্যে হেঁটে বেড়াচ্ছে শিশুরা। ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করেই ইসরাইলি বাহিনী চালিয়ে যাচ্ছে বিমান ও স্থল হামলা। ক্রমাগত আক্রমণে বেড়ে চলেছে প্রাণহানির সংখ্যা।

স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৬৯ হাজার ১৬৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

শনিবার (৮ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত এক মাসেই ইসরাইলি হামলায় নতুন করে প্রাণ হারিয়েছেন অন্তত ২৪০ জন ফিলিস্তিনি।

সর্বশেষ শনিবারের হামলায় আরও দুই ফিলিস্তিনির মৃত্যুর খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতির পরও বিভিন্ন অজুহাতে ইসরাইলি সেনারা ফিলিস্তিনি জনগণের ওপর হামলা চালাচ্ছে।

বিশেষ করে গাজার উত্তর সীমান্তে ‘ইয়েলো লাইন’ অতিক্রমের অভিযোগ তুলে সাধারণ নাগরিকদের গুলি করে হত্যা করছে দখলদার বাহিনী।

স্থানীয় বাসিন্দারা বলছেন, এই ‘ইয়েলো লাইন’ আসলে অদৃশ্য এক সীমারেখা, যার অবস্থান কেউই সুনির্দিষ্টভাবে জানে না। ফলে প্রতিদিনই সেখানে গুলিবর্ষণে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। গাজার অন্যান্য এলাকাতেও হামলা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও ইসরাইলি বাহিনীর পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে শিশু ও নারীসহ সাধারণ নাগরিক নিহত হচ্ছেন।

স্থানীয় প্রশাসনের হিসেবে, গত এক বছরে গাজার ওপর প্রায় দুই লাখ টন বোমা ফেলেছে ইসরাইল, যার মধ্যে প্রায় ৭০ হাজার টন এখনো অবিস্ফোরিত অবস্থায় রয়েছে যা নতুন বিপদের আশঙ্কা তৈরি করেছে।

এদিকে, গাজার শেখ রাদওয়ান এলাকায় ভয়াবহ পানিদূষণ ও সংকট দেখা দিয়েছে। বৃষ্টির পানি ধরে রাখার পুকুরগুলোতে জমে গেছে আবর্জনা ও পয়ঃবর্জ্য। ইসরাইলি হামলায় পানি সরবরাহ ও নিষ্কাশন ব্যবস্থার অবকাঠামো ধ্বংস হওয়ায় দূষিত পানি ছড়িয়ে পড়ছে আশপাশের বসতি ও আশ্রয়কেন্দ্রে।

স্থানীয় প্রশাসন জানায়, পানি জমে থাকার কারণে ভূমির স্তর ছয় মিটার পর্যন্ত বেড়ে গেছে। এতে দুর্গন্ধ, মশার বিস্তার ও সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ভূগর্ভস্থ পানির বড় অংশই এখন মারাত্মকভাবে দূষিত, যা স্থানীয় জনজীবনের জন্য এক গুরুতর সংকট তৈরি করেছে।

অন্যদিকে, পশ্চিম তীরেও বাড়ছে সহিংসতা। জেনিনের দক্ষিণ-পূর্বাঞ্চলের রাবা গ্রামে ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা চালিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন