রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইমরান খানের জীবিত থাকার প্রমাণ চাইলেন ছেলে কাসিম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১২:০৪ পিএম
গ্রাফিক্স : এনপিবি
expand
গ্রাফিক্স : এনপিবি

পাকিস্তানের কারাবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নভাবে রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার ছোট ছেলে কাসিম খান।

তিনি জানান, পরিবারকে ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না এবং তার জীবিত থাকার যে কোনও প্রমাণও নেই।

এক বিবৃতিতে কাসিম বলেন, তার বাবা ৮৪৫ দিন ধরে কারাবন্দি আছেন এবং গত ছয় সপ্তাহ ধরে একক বন্দিত্বে ‘ডেথ সেল’-এ রাখা হয়েছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পরিবারের সঙ্গে সাক্ষাতের অধিকার অস্বীকার করা হচ্ছে।

তিনি লিখেছেন, “কোনও ফোন কল হয়নি, কোনও সাক্ষাৎ হয়নি, এমনকি জীবিত থাকার কোনও প্রমাণও আমরা পাইনি।”

ইমরান খান, যিনি ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হিসেবে পরিচিত, বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।

তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ এবং দুই ছেলে কাসিম ও সুলাইমান যুক্তরাজ্যে বসবাস করছেন। কাসিমের অভিযোগ, পাকিস্তান সরকার এক মাসেরও বেশি সময় ধরে পারিবারিক সাক্ষাৎ বন্ধ রেখেছে।

কাসিম সতর্ক করেছেন, ইমরানের নিরাপত্তা নিয়ে যে কোনও ঘটনার দায় পাকিস্তান সরকার এবং সংশ্লিষ্ট হ্যান্ডলারদের উপর বর্তাবে।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জীবিত থাকার প্রমাণ নিশ্চিত করুন, আদালতের নির্দেশ অনুযায়ী সাক্ষাৎ নিশ্চিত করুন এবং এই বিচ্ছিন্নতার অবসান ঘটান।

রাজনৈতিক কারণে আটক পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতার মুক্তির দাবি তুলুন।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X