

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের পর থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬৫ হাজার ২৮৩ জনে।
রোববার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে চারজন ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।
এ সময় আরও অন্তত ৩০৪ জন আহত হন, ফলে মোট আহতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৫৭৫ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
মানবিক সহায়তা সংগ্রহের সময়ও হতাহতের ঘটনা ঘটছে। মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় সহায়তা নিতে গিয়ে ইসরাইলি সেনাদের গুলিতে ৫ জন নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছেন। এ পর্যন্ত এ ধরনের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২ হাজার ৫২৩ ফিলিস্তিনি, আহত হয়েছেন ১৮ হাজার ৪৭৩ জনের বেশি।
খাদ্য ও চিকিৎসার অভাবে মৃত্যুর ঘটনাও বাড়ছে। গত এক দিনে অপুষ্টি ও অনাহারে শিশুসহ আরও চারজন মারা গেছেন।
এ নিয়ে ক্ষুধাজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৪০, এর মধ্যে ১৪৭ শিশু। গত মাসে আন্তর্জাতিক সংস্থা আইপিসি গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করার পর থেকে এ পর্যন্ত অন্তত ১৬২ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৩২ জন শিশু।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি ভঙ্গ করে চালানো নতুন অভিযানে এখন পর্যন্ত অন্তত ১২ হাজার ৭২৪ জন নিহত এবং ৫৪ হাজার ৫৩৪ জন আহত হয়েছেন।
জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল একাধিকবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা হয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    