

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের সীমান্তের মাত্র ৩০ কিলোমিটারের মধ্যে আসাম রাজ্যের ধুবড়ি শহরে একটি নতুন সেনাঘাঁটি স্থাপন করেছে ভারত সরকার। এটি মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের সংযোগকারী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ করিডরের কাছেই তৈরি হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার শুক্রবার (৭ নভেম্বর) প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ভারতের সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর. সি. তিওয়ারি গত বৃহস্পতিবার ঘাঁটির ভিত্তি স্থাপন করেন। ঘাঁটির নাম রাখা হয়েছে ‘লাচিত বোরফুকান মিলিটারি স্টেশন’, যা আসামের ১৭ শতকের কিংবদন্তি কমান্ডার লাচিত বোরফুকানের নামে অভিহিত। ইতিহাসে তিনি মোগল বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য পরিচিত ছিলেন।
লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি স্থানীয় বিধানসভা সদস্য হামিদুল রহমানসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে ঘাঁটিকে দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছেন। এছাড়া তিনি সীমান্তবর্তী অঞ্চলে আভিযানিক প্রস্তুতি এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন।
ভারতের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এম. রাওয়াত জানিয়েছেন, নতুন ঘাঁটিটি ভারতীয় সেনাদের আঞ্চলিক অপারেশনাল সক্ষমতা ও অবকাঠামো শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ।
ঘাঁটিটি তেজপুরভিত্তিক চতুর্থ কোরের অধীনে পরিচালিত হবে। এটি বনুমনি পার্ট-১ ও পার্ট-২ গ্রামের সরকারি জমিতে নির্মাণ করা হচ্ছে। আসাম ট্রিবিউনের তথ্য অনুযায়ী, বিলাসীপাড়া রেভিনিউ সার্কেলের সপ্তগ্রামে তৈরি এই স্টেশনটি ১৯৬ বিঘা জমির ওপর অবস্থিত।
মন্তব্য করুন
