শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আজাদ কাশ্মিরে বিক্ষোভ, যা জানালো ভারত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৯:২৫ পিএম
expand
আজাদ কাশ্মিরে বিক্ষোভ, যা জানালো ভারত

ভারতের কেন্দ্রীয় সরকার পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন আজাদ কাশ্মিরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করেছে।

পাশাপাশি সেখানে চলমান বিক্ষোভের জন্য পাকিস্তানের শাসক ও অভিজাতগোষ্ঠীকে দায়ী করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মির (আজাদ কাশ্মির ভারতের) অবিচ্ছেদ্য অংশ। সেখানে গত কয়েকদিনে নিরপরাধ বেসামরিকদের সঙ্গে পাকিস্তানি আইনশৃঙ্খলা ও আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘাত ঘটেছে। পাকিস্তানের শাসক ও অভিজাত শ্রেণী দীর্ঘদিন ধরে দমনমূলক আচরণ, সহিংসতা ও লুটপাট চালিয়ে আসছে। এর ফলেই এই জনবিক্ষোভ হচ্ছে। মানবাধিকারের গুরুতর লঙ্ঘন হচ্ছে এবং পাকিস্তানকে জবাবদিহি করতে হবে।”

আজাদ কাশ্মিরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নড়বড়ে শিক্ষা ও চিকিৎসা পরিষেবা, এবং রাজনীতিবিদ ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের বিশেষাধিকারের বিরুদ্ধে গত মঙ্গলবার থেকে আন্দোলন শুরু হয়েছে। এতে হাজারো মানুষ অংশ নিয়েছেন। স্থানীয় রাজনৈতিক দল জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে।

গত চার দিনে রাজধানী মুজাফফরাবাদে আইনশৃঙ্খলা ও আধাসামরিক বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতের ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২২০ জন, যার মধ্যে পুলিশ সদস্যের সংখ্যা ১৭২ জন।

বিক্ষোভ পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন। কমিটি আজাদ কাশ্মিরের স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন