

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের সময় একটি অস্থায়ী সেতুতে রাখা ট্রলি লেকে পড়ে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে রাজ্য পুলিশ সূত্রে জানা গেছে। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হলেও ডুবে যাওয়া কাউকেই জীবিত ফেরানো যায়নি। নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছেন।
খান্ডোয়ার পুলিশ সুপার মনোজ রাইয় জানিয়েছেন, বিকেল ৫টার দিকে ট্রলিটি সেতুর ওপর থেকে লেকের মধ্যে পড়ে যায়। তখন ১০–১৫ জন স্থানীয় বাসিন্দা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়লেও কাউকে বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় একজন আট বছরের মেয়ে এখনো নিখোঁজ। উদ্ধারকর্মীরা তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আহত তিনজনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সিদ্ধার্থ বহুগুণা বলেন, আহতদের মধ্যে তিনজন কন্যাশিশু রয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। স্থানীয় হাসপাতালের চিকিৎসক ও. পি. জুগতাওয়াট নিশ্চিত করেছেন যে ১৩ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে খান্ডোয়া জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অনুমান করা হচ্ছে, দুর্ঘটনার সময় ট্রলিতে ৩০–৩২ জন ছিলেন; ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় বাসিন্দা ফকির চাঁদ কুশওয়াহা জানান, তিনি ও অন্যরা ছয়টি মরদেহ উদ্ধার করেছেন এবং তিনজনকে জীবিত তুলতে সক্ষম হয়েছেন। তার ভাষ্যমতে, লেকটির গভীরতা প্রায় ৫০ ফুট হওয়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে ৪ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেন। পাশাপাশি আহতদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন এবং দুর্গা দেবীর কাছে দ্রুত আরোগ্য ও শোকসন্তপ্ত পরিবারগুলোর জন্য শক্তি কামনা করেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    