

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ ১৯ বছর পর নিজ পৈতৃক জেলা বগুড়ায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ বুধবার (২৮ জানুয়ারি) রাজশাহী ও নওগাঁয় দলীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
দিন শেষে সড়ক পথে বগুড়া গিয়ে সেখানে রাত্রি যাপন করবেন তিনি।
পরদিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় অংশ নিবেন তিনি।
এর আগে গত রোববার জনসভাস্থল পরিদর্শন শেষে বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা তারেক রহমানের বগুড়া সফরের আগাম বার্তা দেন।
তিনি বলেন, ২৮ জানুয়ারি রাজশাহীতে একটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। সেখান থেকে সড়কপথে বিভিন্ন স্থানে পথসভা করে ২৯ জানুয়ারি বগুড়ায় পৌঁছাবেন। ২৯ তারিখ তিনি বগুড়ায় রাত্রিযাপন করবেন।
পরের দিন ৩০ জানুয়ারি তিনি বগুড়ার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়াসহ বিশাল জনসভায় যোগ দেবেন।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সরাসরি প্রার্থী হিসেবে বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান।
বগুড়া জেলার ৪১ নম্বর সংসদীয় আসন বগুড়া-৬ (সদর) সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত একটি আসন, যা বিএনপির ঘাটি হিসেবে জনগণের কাছে পরিচিত।
মন্তব্য করুন

