শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের কাশ্মিরকে ভারতের অংশ দাবি করলেন রাজনাথ সিং

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ পিএম
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
expand
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানশাসিত আজাদ কাশ্মির ভবিষ্যতে নিজেদের মতো করেই ভারতের অংশ হয়ে যাবে, এর জন্য কোনো হামলা চালানো লাগবে না।

তিনি বলেন, একদিন তারা নিজেই বলবে, আমি ভারত।” এসব মন্তব্য তিনি করলেন রবিবার (২১ সেপ্টেম্বর) মরক্কোতে ভারতের প্রবাসীদের সঙ্গে আলাপে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন বলছে, রাজনাথ সিং আরও উল্লেখ করেছেন, জম্মু ও কাশ্মিরে পাঁচ বছর আগে একটি অনুষ্ঠানে তিনি এ ধারণাই প্রকাশ করেছিলেন, তখনও বলেছিলেন, পাকিস্তানশাসিত কাশ্মিরকে জোর করে দখল করতে হবে না, কারণ একদিন সেখানকার মানুষ নিজে ভারতের সঙ্গে একাত্ম হবে।

এই বক্তব্য এসেছে এমন এক সময়ে, যখন ভারতের বিরোধী দলগুলোর কিছু অংশ অভিযোগ করে আসছে যে ‘অপারেশন সিন্দুর’র পর আর পাকিস্তানশাসিত কাশ্মির দখলের সুযোগ নেই-বিরোধীরা দাবি করেন, তখনই এমন সুযোগ নেওয়া যেত।

রাজনাথ সিং বর্তমানে মরক্কো সফরে আছেন। তাঁর দুই দিনের সফরের অংশ হিসেবে বররশিদে (Berrchid) ভারতের টাটা অ্যাডভান্সড সিস্টেমস-এর হুইলড আর্মার্ড প্ল্যাটফর্ম উৎপাদন কারখানার উদ্বোধন করবেন তিনি। এটি আফ্রিকায় ভারতের প্রথম প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারখানা বলে জানানো হয়েছে এবং মন্ত্রী এটিকে ভারতের প্রতিরক্ষা শিল্পের বৈশ্বিক প্রসারের বড় এক মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

সফরের সময় তিনি মরক্কোর প্রতিরক্ষামন্ত্রী আবদুল লতিফ লৌদিইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং প্রতিরক্ষাখাতের সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনাও রয়েছে। দুই দেশের মধ্যে এই চুক্তি প্রযুক্তি, প্রশিক্ষণ ও শিল্পকৌশলসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরে ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলো নিয়মিতভাবে মরক্কোর কাসাব্লাঙ্কা বন্দরে নোঙর করছে, এমন প্রেক্ষাপটে নতুন উদ্যোগটি দুই দেশের নিরাপত্তা ও সামরিক অংশীদারিত্বকে আরও শক্ত করতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন