

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণ দেখিয়ে বাংলাদেশে সংঘটিত জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রটি ভারতে ইউটিউবে ব্লক করে দেওয়া হয়েছে।
‘৩৬ জুলাই : রাষ্ট্র বনাম নাগরিক’ শিরোনামের এই প্রামাণ্যচিত্রটি গত আগস্টে একটি টিভি চ্যানেলে প্রচারের পর ইউটিউবে প্রকাশ করা হয়।
চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ভারতের সৌমিত্র দস্তিদার। তিনি টাইমস অব ইন্ডিয়াকে জানান, ইউটিউবে প্রকাশের পর প্রথমে একটি গানের কপিরাইট ইস্যুতে সমস্যা হয়েছিল, যা সেপ্টেম্বরে সমাধান হয়। বাংলাদেশের দর্শকরা স্বাভাবিকভাবেই ভিডিওটি দেখতে পারছিলেন। কিন্তু তিনি নিজে যখন লিংকে প্রবেশ করতে যান, তখন দেখতে পান ভারতে এটি ব্লক করা হয়েছে।
প্রামাণ্যচিত্রটিতে বদরুদ্দিন ওমর, তাসনিম খলিল, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, তাজউদ্দিনের মেয়ে শারমীন আহমেদ, মেঘমল্লার বসু এবং উমামা ফাতেমার সাক্ষাৎকার অন্তর্ভুক্ত ছিল। এর গবেষণা ও চিত্রনাট্য করেছেন শাহেদ শুভ এবং ক্যামেরায় ছিলেন লুতফর রহমান।
পরিচালক সৌমিত্র দস্তিদার জানান, তিনি কেবল বাংলাদেশের গণঅভ্যুত্থানের বাস্তব চিত্র তুলে ধরেছেন। প্রত্যক্ষদর্শীরা যা দেখেছেন, তাই প্রকাশ করেছেন। ভারতের নিরাপত্তার জন্য হুমকির কিছু এতে ছিল না। তার মতে, যেখানে ভারতে ‘বেঙ্গল ফাইলস’ এর মতো বিতর্কিত ছবি সরকারি নিরাপত্তায় প্রদর্শিত হচ্ছে, সেখানে এই প্রামাণ্যচিত্রটি ব্লক হওয়া বিস্ময়কর।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
মন্তব্য করুন
