

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পরিবারগুলোর ওপর অতিরিক্ত সামাজিক ও আর্থিক চাপ কমাতে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের ২৫টি গ্রাম যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে—বিয়েতে আর বিলাসবহুল আয়োজন করা যাবে না। দামি উপহার, ডিজে পার্টি, ফাস্টফুড, মদ—সবকিছুই নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম ভাঙলে দিতে হবে এক লাখ রুপি জরিমানা।
উত্তরাখণ্ডের চক্রতা অঞ্চলের জৌনসর-বাওয়ার এলাকার দোহা, দাউ, চুতোউ, বাজাউ, ঘিঙ্গো, কাইত্রিসহ ২৫টি গ্রামে নতুন বিধি কার্যকর হয়েছে। উদ্দেশ্য—বিয়েকে অযথা প্রতিযোগিতা ও খরচের উৎস হয়ে উঠতে না দেওয়া।
নতুন নিয়ম অনুযায়ী, বিয়ের মেনুতে চাউমিন, মোমোসহ সব ধরনের ফাস্টফুড নিষিদ্ধ। মদের আয়োজনও পুরোপুরি বন্ধ। পরিবর্তে গড়ওয়াল অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের পরামর্শ দেওয়া হয়েছে—যাতে খরচও কমে, আবার স্থানীয় সংস্কৃতিও টিকে থাকে।
গ্রামবাসীদের দাবি, অতিরিক্ত খরচের প্রতিযোগিতা বিয়েকে সামাজিক চাপের উৎসে পরিণত করেছিল। অনেক পরিবার সামর্থ্য না থাকলেও সমাজের মান রক্ষায় বাধ্য হয়ে ব্যয়বহুল আয়োজন করতেন।
দোহা গ্রামের প্রধান রাজেন্দ্র তোমর ভারতীয় গণমাধ্যমকে বলেন, “বিয়েতে বিলাসী আয়োজন এক ধরনের প্রতিযোগিতায় পরিণত হয়েছিল। এতে পরিবারগুলোর ওপর অযথা চাপ সৃষ্টি হচ্ছিল। তাই পরিবর্তন আনা জরুরি ছিল।”
গ্রামপ্রধানদের সিদ্ধান্তে স্থানীয়রাও সন্তুষ্ট। তাদের মতে, এতে যেমন খরচ কমবে, তেমনি নতুন প্রজন্মও নিজের সাংস্কৃতিক শিকড় সম্পর্কে সচেতন হয়ে উঠবে।
মন্তব্য করুন

