রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়েতে ‘গরুর মাংস’ সন্দেহে সংঘর্ষ, নমুনা গেলো পরীক্ষার জন্য

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ এএম আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পিএম
উত্তরপ্রদেশের আলিগড় জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে খাবারের টেবিলে ‘বিফ কারি’ লেখা স্টিকারকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়
expand
উত্তরপ্রদেশের আলিগড় জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে খাবারের টেবিলে ‘বিফ কারি’ লেখা স্টিকারকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়

ভারতের উত্তরপ্রদেশের আলিগড় জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে খাবারের টেবিলে ‘বিফ কারি’ লেখা স্টিকারকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।

রোববার (৩০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সোমবার (১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, অনুষ্ঠানের ডাইনিং কাউন্টারের সামনে ‘বিফ কারি’ লেখা স্টিকার দেখে দুই অতিথি, আকাশ ও গৌরব কুমার আপত্তি জানান।

তারা বিষয়টি ভিডিও করতে গেলে হট্টগোল বাধে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ও ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাশাপাশি খাবারের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়।

সার্কেল অফিসার সর্বম সিং জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল।

তবে রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়। তিনি বলেন, “মাংসের প্রকৃতি ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।

জানা গেছে, আপত্তি জানানো অতিথির একজন গৌরব কুমার ক্যাটারারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ‘বিফ কারি’ লেখা স্টিকারটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল।

পুলিশ আরও জানিয়েছে, ভারতে ‘বিফ’ শব্দ অনেক সময় মহিষের মাংস বোঝাতে ব্যবহৃত হয়, যা বৈধ।

কিন্তু গরুর মাংসকে ‘বিফ’ বলা নিষিদ্ধ। উত্তর ভারতের বিভিন্ন এলাকায় এই ধরনের ভুল বোঝাবুঝি থেকে উত্তেজনা সৃষ্টি হওয়া স্বাভাবিক।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বিজেপির কিছু কর্মী সিভিল লাইন্স থানায় এসে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

অন্যদিকে, বিএসপি নেতা সালমান শাহিদ অভিযোগ করেন, বিজেপি কর্মীরা অযথা চাপ ও অতিরিক্ত বল প্রয়োগ করছে।

যদিও বিষয়টি ভুল বোঝাবুঝি থেকে ঘটেছে বলে বারবার ব্যাখ্যা দেওয়া হয়েছে, তবুও তাদের মানতে ইচ্ছা হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X