রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে নিয়ে নরেন্দ্র মোদির টুইট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ পিএম
খালেদা জিয়া-নরেন্দ্র মোদী
expand
খালেদা জিয়া-নরেন্দ্র মোদী

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে শুধু দেশে নয়, এবার প্রতিবেশী রাষ্ট্র ভারতেও উদ্বেগের সুর শোনা যাচ্ছে।

গুরুতর অসুস্থ হয়ে তিনি যখন ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, ঠিক তখনই তার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার (১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।

এক্সে দেয়া বার্তায় নরেন্দ্র মোদী লিখেছেন - বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানতে পেরে গভীরভাবে উদ্বিগ্ন। বহু বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইলো। ভারত প্রয়োজনীয় যেকোনো উপায়ে সব ধরনের সহায়তা দিতে সদা প্রস্তুত।

উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। লিভার, কিডনি, ফুসফুসসহ একাধিক অঙ্গের জটিলতা বৃদ্ধি পাওয়ায় তার চিকিৎসা ক্রমেই কঠিন হয়ে উঠছে। চিকিৎসকরা জানাচ্ছেন, যেকোনো মুহূর্তে পরিস্থিতি আরও জটিল রূপ নিতে পারে। ইতোমধ্যে তাকে লাইফ সাপোর্ট ব্যবস্থার আওতায় রাখা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে, দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক। এমন সময়ে ভারতের প্রধানমন্ত্রীর এই বার্তা বাংলাদেশের রাজনীতি ও দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X