বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডে ফিলিস্তিনের সমর্থনে রাস্তায় গণমানুষের ঢল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০২ পিএম
আয়োজকদের দাবি এটিই সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ
expand
আয়োজকদের দাবি এটিই সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফিলিস্তিনের পক্ষে বিশাল বিক্ষোভ মিছিলে রাস্তায় গণমানুষের ঢল নেমেছে। আয়োজকদের দাবি, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ।

শনিবার আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৫০ হাজার মানুষ যোগ দেয় বলে আয়োজকরা জানান। তবে পুলিশ বলছে, অংশগ্রহণকারীর সংখ্যা ২০ হাজারের মতো হতে পারে।

আওতারোয়া ফর প্যালেস্টাইনের মুখপাত্র আরামা রাতা বলেন, “গাজায় চলমান সংঘাত শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এত বড় মিছিল আর হয়নি।”

ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গাজা যুদ্ধে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬৪ হাজার ছাড়িয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, খাদ্য ঘাটতির কারণে সেখানে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে।

শনিবারের মিছিলে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনি পতাকা, ব্যানার বহন করেন এবং স্লোগান দেন—“গণহত্যাকে স্বাভাবিক করবেন না”, “ফিলিস্তিনের সঙ্গে একতাবদ্ধ হোন।”

আয়োজকরা অকল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধ করার পরিকল্পনা করেছিলেন। তবে প্রবল ঝড়ের কারণে তা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, শান্তিপূর্ণ এই মিছিল থেকে কাউকে আটক করা হয়নি।

আওতারোয়া ফর প্যালেস্টাইন চায়, নিউজিল্যান্ড সরকার ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করুক। প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন গত আগস্টে গাজায় ইসরাইলি সামরিক অভিযানকে “ভয়াবহ” বলে আখ্যা দিয়েছিলেন। তিনি আরও জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে সরকার ভাবছে।

অন্যদিকে নিউজিল্যান্ডের জিউইশ কাউন্সিল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র: নিউজিল্যান্ড হেরাল্ড, রয়টার্স

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X