

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে পেনশন নিতে আসা সাধারণ মানুষের ওপর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল প্রায় ১০টা ৪০ মিনিটে সংঘটিত এ ঘটনায় অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছেন এবং ১৯ জন আহত হয়েছেন।
হামলায় নিহতদের অধিকাংশই প্রবীণ নাগরিক। ঘটনাস্থল দোনেৎস্কের ইয়ারোভা গ্রাম, যা ফ্রন্টলাইনের খুব কাছেই অবস্থিত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে নির্মম হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করে বলেন, নিহত সবাই সাধারণ মানুষ।
আঞ্চলিক প্রশাসক ভাদিম ফিলাশকিন জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে এবং এলাকাবাসীকে নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে। ইয়ারোভা গ্রাম স্লোভিয়ানস্ক শহরের উত্তরে, যুদ্ধক্ষেত্রের কয়েক কিলোমিটারের মধ্যে অবস্থিত। সাম্প্রতিক সপ্তাহে বেসামরিক জনগণের ওপর এটি অন্যতম ভয়াবহ হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে আগস্টের শেষদিকে কিয়েভে রুশ বিমান হামলায় ২৩ জন নিহত হয়েছিলেন।
জেলেনস্কি হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করে বলেন, এ ঘটনার কোনো ভাষায় বর্ণনা দেওয়া সম্ভব নয়। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তীব্র প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, রুশ সেনাদের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। ইউক্রেনের জরুরি সেবা সংস্থা (ডিএসএনএস) জানায়, একই দিনে দোনেৎস্কের আরও কয়েকটি এলাকায় গোলাবর্ষণে তিনজন নিহত হয়েছেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    