মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

চেচনিয়ায় ড্রোন হামলা, কঠোর হুশিয়ারি কাদিরভের

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম
চেচেন নেতা রমজান কাদিরভ
expand
চেচেন নেতা রমজান কাদিরভ

চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে ইউক্রেনীয় ড্রোন হামলার ঘটনাকে কেন্দ্র করে কঠোর প্রতিক্রিয়ার ঘোষণা দিয়েছেন চেচেন নেতা রমজান কাদিরভ। তিনি জানান, খুব শিগগিরই ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হবে।

রুশ সংবাদমাধ্যম তাসের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে কাদিরভ টেলিগ্রামে পোস্ট করে জানিয়েছেন, শনিবার থেকেই আগামী সাত দিন ইউক্রেনপন্থী শক্তি তাদের শক্ত জবাব অনুভব করবে।

কাদিরভের অভিযোগ বেসামরিক এলাকায় ড্রোন হামলা চালানো কোনোভাবেই সামরিক কৌশল নয়। তিনি বলেন, “আমরা তাদের মতো সাধারণ মানুষের ওপর আঘাত করব না। আমাদের লক্ষ্য থাকবে ইউক্রেনের সশস্ত্র গোষ্ঠী ও সন্ত্রাসী কাঠামো।”

গত ৫ নভেম্বর গ্রোজনি সিটি কমপ্লেক্সের একটি বহুতল ভবনে ইউক্রেনের ড্রোন আঘাত হানে। ভবনের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি।

ড্রোন হামলার জেরে তীব্র ক্ষোভ প্রকাশ করে কাদিরভ বলেন, এবার যথাযথ জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়া ইউক্রেন “স্পষ্টভাবে টের পাবে”।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X