শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কে হচ্ছেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ এএম
সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি
expand
সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি

নেপালে সেনাবাহিনীর উদ্যোগে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা জোরদার হয়েছে। এ প্রক্রিয়ায় দেশের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে সামনে আনা হচ্ছে সম্ভাব্য সরকারপ্রধান হিসেবে।

গত বুধবার ও বৃহস্পতিবার কাঠমান্ডুর জাঙ্গি আড্ডায় সেনা সদর দফতরে কয়েক দফা বৈঠক হয়। আলোচনার ফাঁকে কার্কি নেপাল ও ভারতীয় কিছু সংবাদমাধ্যমে বক্তব্য দেন।

ভারতের একটি টেলিভিশনে অনলাইন সাক্ষাৎকারে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে বলেন, ভারতের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা আছে। মোদির কাজের ধরন তাকে অনুপ্রাণিত করেছে। ভারত দীর্ঘদিন ধরে নেপালকে সহযোগিতা করছে, আর বর্তমানে নেপালের কঠিন পরিস্থিতি কাটিয়ে উন্নয়নের পথে এগোনোই হবে প্রধান লক্ষ্য।

কার্কি আরও জানান, প্রয়োজনে তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিতে প্রস্তুত। তাঁর ভাষায়, সাম্প্রতিক অস্থিরতায় নেতৃত্ব দেওয়া তরুণ প্রজন্ম ‘জেন-জি’ গ্রুপ তাকে অস্থায়ীভাবে নেতৃত্ব গ্রহণের প্রস্তাব দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন