শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চাপ নিতে পারলেন না নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম
expand
চাপ নিতে পারলেন না নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে ‘জেনারেশন জেড’-এর নেতৃত্বে ছড়িয়ে পড়া আন্দোলনের মুখে চাপে পড়ে পদত্যাগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে রাষ্ট্রপতি শের বাহাদুর দেউবার বাসভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার জরুরি বৈঠকে তিনি প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দেন। এ তথ্য প্রকাশ করেছে কাঠমান্ডু পোস্ট।

দিনভর রাজধানী কাঠমান্ডুতে সংসদ ভবনের সামনে বিক্ষোভ শুরু হলেও তা দ্রুত দেশের অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম যেমন ফেসবুক, ইউটিউব ও এক্স (টুইটার) বন্ধের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষোভকারীরা রাস্তায় নামেন। আন্দোলন দমনে সরকার বিকেল থেকে কারফিউ জারি করে। তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ছাড়াও সরাসরি গুলি চালায়। এতে অন্তত ২০ জন নিহত ও ৩৪৭ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

বিরোধী দলগুলো অভিযোগ করেছে, সরকারের দমননীতি গণতান্ত্রিক অধিকার খর্ব করছে। শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ নয়, প্রধানমন্ত্রী অলিকেও দায়িত্ব নিতে হবে বলে তারা দাবি করছে।

অন্যদিকে নেপালের মানবাধিকার কমিশন জানিয়েছে, আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চালাচ্ছিলেন, কিন্তু পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগের কারণেই সহিংসতা ছড়িয়ে পড়ে। তারা এ ঘটনায় দুঃখ প্রকাশ ও তদন্তের আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি নেপাল সরকার ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা আরোপ করে। এর প্রতিবাদেই সোমবারের শান্তিপূর্ণ বিক্ষোভ ভয়াবহ সহিংসতায় রূপ নেয় এবং শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন