

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফিলিপাইনের দিকে এগিয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘রাগাসা’। সোমবার ভোর থেকে দেশটিতে প্রবল বাতাস ও বৃষ্টিপাত শুরু হয়।
জাতীয় আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল পাঁচটা পর্যন্ত ঝড়ের কেন্দ্রস্থলে বাতাসের গতি ঘণ্টায় ২১৫ থেকে ২৬৯ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। ইতোমধ্যে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে অন্তত ১০ হাজার মানুষকে স্কুল ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, টাইফুনটি আরও শক্তি সঞ্চয় করে দক্ষিণ চীনের দিকে অগ্রসর হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, এর প্রভাবে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬ ঘণ্টার মধ্যে প্রায় ৫০০ ফ্লাইট বাতিল হতে পারে। এদিকে চীনের শেনজেন শহরে প্রায় চার লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলা ও লুজন দ্বীপের বিস্তীর্ণ এলাকায় সরকারি কার্যক্রম ও শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িক বন্ধ রাখা হয়েছে। ভূমিধস, বন্যা, বিদ্যুৎ বিভ্রাট এবং উত্তাল সমুদ্রের ঝুঁকি থাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
ঝড়ের কারণে অভ্যন্তরীণ অন্তত দুই ডজন ফ্লাইট বাতিল হয়েছে, পাশাপাশি সমুদ্রবন্দরগুলোতে ফেরি চলাচলও বন্ধ রাখা হয়েছে।
যদিও ‘রাগাসা’ সরাসরি তাইওয়ানে আঘাত হানবে না, তবুও দ্বীপটির পূর্ব উপকূলে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। তাইওয়ান কর্তৃপক্ষ সমুদ্র ও স্থলপথে সতর্কতা ঘোষণা করেছে, ১৪৬টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে এবং ঝুঁকিপূর্ণ দক্ষিণ ও পূর্বাঞ্চল থেকে প্রায় এক হাজার মানুষকে সরিয়ে নিয়েছে।
ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয় সৈন্যদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে, যাতে ঝড়ের সম্ভাব্য প্রভাব মোকাবিলা করা যায়।
চীনও দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি প্রদেশে বন্যা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করেছে। পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার রাত থেকে এসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে।
হংকং জানিয়েছে, তাদের বিমানবন্দর খোলা থাকলেও মঙ্গলবার সন্ধ্যা থেকে কার্যক্রম সীমিত করা হবে। বুধবারের ফ্লাইট সূচিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্স নিশ্চিত করেছে, ঝড়ের কারণে প্রায় ৫০০ ফ্লাইট বাতিল করতে হবে।
এদিকে ম্যাকাও ও ঝুহাই শহরেও সতর্কতা নেওয়া হচ্ছে। স্কুল বন্ধ রাখা এবং নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।
সোমবার সকালে হংকংয়ের দোকানপাট ও বাজারে ভিড় বেড়ে যায়। নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ করতে গিয়ে অনেক সুপারমার্কেটে লম্বা লাইন দেখা গেছে। কোথাও কোথাও দুধের মতো দ্রব্য শেষ হয়ে যায়, আর কাঁচা বাজারে সবজির দাম বেড়ে যায় কয়েকগুণ—এমন চিত্র জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    