

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতার ঘটনায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
রোববার (১১ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি এ তথ্য জানায়।
এই তথ্য এমন এক সময় সামনে এলো, যখন ইরানে বিক্ষোভকারীদের দমন করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে -এমন হুমকি দিয়ে আসছে ওয়াশিংটন। এর বিপরীতে যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নিলে কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে ইরানের কর্তৃপক্ষ।
২০২২ সালের পর এবারই ইরানে সবচেয়ে বড় আকারের সরকারবিরোধী আন্দোলন চলছে বলে মনে করা হচ্ছে। ব্যাপক এই বিক্ষোভ দেশটির শাসকগোষ্ঠীর জন্য নতুন করে বড় ধরনের রাজনৈতিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ তৈরি করেছে।
এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ করা হলে যুক্তরাষ্ট্র বিষয়টিতে হস্তক্ষেপ বিবেচনা করতে পারে।
এইচআরএএনএ জানায়, ইরানের ভেতরে এবং দেশের বাইরে অবস্থানরত তাদের নিজস্ব কর্মী ও নেটওয়ার্কের মাধ্যমে পাওয়া তথ্য যাচাই করে গত দুই সপ্তাহে তারা অন্তত ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। একই সময়ে দেশজুড়ে ১০ হাজার ৬০০ জনেরও বেশি মানুষকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেছে সংস্থাটি।
তবে ইরান সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হতাহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি। পাশাপাশি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। শুরুতে তা অর্থনৈতিক দাবিতে সীমাবদ্ধ থাকলেও অল্প সময়ের মধ্যেই আন্দোলন সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। ইরান সরকারের অভিযোগ, এই আন্দোলনে যুক্তরাষ্ট্র ও ইসরাইল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উসকানি দিচ্ছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত বৃহস্পতিবার থেকে দেশজুড়ে প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে ইরান সরকার। এর ফলে দেশটির ভেতরের বাস্তব পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে।
তথ্যসূত্র: রয়টার্স
মন্তব্য করুন

