রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

৯ স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে বিপদে স্বামী, নিলেন অদ্ভুত সিদ্ধান্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

বহুগামী সম্পর্ক নিয়ে আবারও আলোচনায় এসেছেন ব্রাজিলিয়ান মডেল আর্থার ও উরসো। ২০২১ সালে সাও পাওলোর একটি চার্চে একসঙ্গে ৯ তরুণীকে বিয়ে করে তিনি আন্তর্জাতিকভাবে দৃষ্টি কাড়েন। তবে অস্বাভাবিক এই সংসার বেশিদিন স্থায়ী হয়নি। প্রথমে একজন স্ত্রী আলাদা হয়ে যান, আর সম্প্রতি আরও ৪ জন স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। বর্তমানে তার সঙ্গে রয়েছেন মাত্র ৪ জন।

আর্থারের কথায়, বহুগামী সম্পর্ক বজায় রাখা মোটেও সহজ নয়। প্রতিটি স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দৈনন্দিন ব্যস্ততা ও সময় ভাগাভাগি নিয়েই ধারাবাহিক মতবিরোধ তৈরি হয়েছে। তারপরও তিনি দাবি করেন, স্ত্রীদের ব্যক্তিস্বাধীনতাকে তিনি সম্মান করেন এবং যেকোনো সিদ্ধান্তই তারা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নেন।

তিনি আরও জানান, স্ত্রীদের সন্তুষ্ট রাখতে যৌনজীবনকেও এক ধরনের রুটিনের মধ্যে রাখতে হয়েছিল, যাতে প্রত্যেকে সমান সময় পান। কিন্তু চারজন স্ত্রীকে একসঙ্গে খুশি রাখা কতটা কঠিন-তা সামাজিক মাধ্যমে খোলামেলাভাবেই প্রকাশ করেছেন ৩৬ বছর বয়সী এই মডেল।

এ কারণে শারীরিক ক্লান্তি কাটাতে এবং সক্ষমতা বাড়াতে বছর শেষ পর্যন্ত ব্রহ্মচর্য পালনের ঘোষণা দিয়েছেন আর্থার। তার ভাষায়, নতুন বছর আসা পর্যন্ত আমি নিজেকে পুরোপুরি সংযমে রাখব।

এখানেই শেষ নয়। নতুন কোনো নারীর প্রতি আকর্ষণ অনুভব করলে তিনি একটি বিশেষ মিশ্রণে ‘রিচুয়াল বাথ’ করেন বলেও জানান। এই বিশেষ গোসলের উপাদানও জানিয়েছেন তিনি...

.চালের গুঁড়ো মিশ্রিত পানি

.তাতে ছেঁকে দেওয়া লাল, সাদা ও হলুদ গোলাপের পাপড়ি

.সঙ্গে এক টেবিল চামচ মধু।

এই তরল ঘাড়ে মেখে গোসল করেন আর্থার। তার আশা, এ টোটকাই ফিরিয়ে আনবে সংসারের শান্তি ও স্থিতি। আলোচিত এই মডেলের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন