শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন-ইসরায়েল হামলার পর মিশরের সতর্কতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম
সিসি ও ট্রাম্প। ছবি : সংগৃহীত
expand
সিসি ও ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইসরায়েল কাতারে হামলা চালানোর পর মিশর সতর্ক অবস্থানে রয়েছে। দেশটি জানিয়েছে, যদি তার মাটিতে হামাস নেতাদের ওপর আক্রমণ হয়, তবে প্রতিপক্ষকে কঠোর ও বিধ্বংসী পরিণতি ভোগ করতে হবে।

লেবাননের দৈনিক আল-আখবারের বরাত অনুযায়ী, কায়রো আমেরিকানদের কাছে স্পষ্ট করে জানিয়েছে, মিশরে হামাস নেতাদের ওপর যে কোনো আক্রমণ সহ্য করা হবে না। মিশর আশ্বাস দিয়েছে, তার ভূখণ্ডে থাকা নেতাদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাবে।

ইসরায়েলি হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে ফোনালাপে কথা বলেন। মোদি হামলার নিন্দা জানান এবং কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়টিকে গভীরভাবে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেন। তিনি শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক আলোচনার গুরুত্বের কথা জানিয়েছেন এবং বলেছেন, ভারত মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে দৃঢ় অবস্থানে আছে।

হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বিভিন্ন দেশ। তারা বলছে, এ ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘন বিশ্বকে আরও গভীর সংকটে ফেলতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন