বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর অ্যাবিগেইল স্প্যানবার্গার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম
ভার্জিনিয়ার গভর্নর অ্যাবিগেইল স্প্যানবার্গার
expand
ভার্জিনিয়ার গভর্নর অ্যাবিগেইল স্প্যানবার্গার

ভার্জিনিয়ার ইতিহাসে প্রথম নারী গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাবিগেইল স্প্যানবার্গার। তিনি রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসোম আর্ল-সিয়ার্সকে পরাজিত করে এই ঐতিহাসিক জয় অর্জন করেছেন।

১৯৭৭ সালের পর থেকে ভার্জিনিয়ায় খুব কমই এমন ঘটনা ঘটেছে যে বর্তমান প্রেসিডেন্টের দলের প্রার্থী গভর্নর নির্বাচনে জয়ী হয়েছেন। প্রায় সব নির্বাচনে বিরোধী দলের প্রার্থীরাই জয় পেয়েছেন। সেই প্রেক্ষাপটে স্প্যানবার্গারের এ জয় ডেমোক্র্যাটদের জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

তার এই সাফল্য ভার্জিনিয়ায় ডেমোক্র্যাটদের ধারাবাহিক বিজয়ের ধারা আরও সুদৃঢ় করেছে।

এছাড়া, যুক্তরাষ্ট্রের আরও দুই অঙ্গরাজ্যেও ডেমোক্র্যাটদের সাফল্য এসেছে-নিউ জার্সি ও নিউইয়র্ক সিটিতেও গভর্নর পদে ডেমোক্র্যাট প্রার্থীরা জয়ী হয়েছেন। এর মধ্যে নিউইয়র্ক সিটিতে প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন