রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৯ জন নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম
মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৯ জন নিহত
expand
মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৯ জন নিহত

ভারতের অন্ধ্র প্রদেশে শ্রীকাকুলাম জেলার কাশিবুগার ভেঙ্কটেশ্বর মন্দিরে শনিবার সকালে পদদলনের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের তুলনায় মন্দিরে অতিরিক্ত ভিড় ছিল। পুলিশ জানায়, অনেক ভক্ত একসঙ্গে সামনে এগোতে গিয়ে ঠেলাঠেলি শুরু হয়। এর ফলে একটি রেলিং ভেঙে পড়ে এবং মানুষ হুড়োহুড়ি করতে করতে একজনের ওপর একজন চাপা পড়ে।

রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি ঘটনাস্থলে অসহায়দের দ্রুত চিকিৎসা এবং ত্রাণ কার্যক্রম তদারকির নির্দেশ দিয়েছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভেঙ্কটেশ্বর মন্দির প্রায় ১২ একর এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে প্রতিদিন বহু পুণ্যার্থী দর্শনে আসেন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শনিবার দুপুরেও চলছিল।

উল্লেখ্য, এই ঘটনার কয়েক দিন আগে তামিলনাড়ু রাজ্যের এক মন্দিরে পদদলনের ঘটনায় ৪১ জন নিহত হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন