বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার হয়ে যুদ্ধ করা বাংলাদেশি যুবকের পরিচয়ে যা জানা গেলো

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৮:১৭ পিএম আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৮:১৮ পিএম
রাশিয়ার হয়ে যুদ্ধ করা কে এই বাংলাদেশি যুবক
expand
রাশিয়ার হয়ে যুদ্ধ করা কে এই বাংলাদেশি যুবক

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এক বাংলাদেশি তরুণের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে সে রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে অংশ নেওয়ার দাবি করছেন। ভিডিওতে ধ্বংসস্তূপের মাঝে যুদ্ধের পোশাকে অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা যুবকের নাম নিরব।

ভিডিওতে নিরবকে দেখা যায়, হাতে অস্ত্র ও ক্লান্ত মুখ নিয়ে তিনি তার অনুসারীদের উদ্দেশে কথা বলছেন। তিনি রাশিয়ান প্রযুক্তির অস্ত্রের কার্যকারিতা ব্যাখ্যা করছেন এবং শত্রুপক্ষকে বিভ্রান্ত করে আকাশ ও মাটির নিচে আঘাত হানার কৌশল তুলে ধরেছেন। ভিডিওতে দাবি করা হয়, তিনি নিয়মিত যুদ্ধক্ষেত্র থেকে ফ্যানদের জন্য বার্তা দিচ্ছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নেট দুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই বিস্মিত, কেউ গর্বিত, আবার অনেকে সংশয় প্রকাশ করেছেন যে কেন একজন বাংলাদেশি যুবক রাশিয়ার পক্ষে লড়ছেন।

নিরবের সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি চট্টগ্রামের বাসিন্দা। ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০০৮ সালের ব্যাচের ছাত্র ছিলেন।

সম্প্রতি রাশিয়ার পক্ষে যুদ্ধরত বিদেশি যোদ্ধাদের খবর বারবার সামনে আসছে। অভিযোগ রয়েছে, সৈন্য সংকটে থাকা রাশিয়া এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে তরুণদের আকর্ষণীয় অফার দিয়ে টেনে নিচ্ছে-যেমন উচ্চ বেতন, নাগরিকত্ব এবং ইউরোপে চাকরির সুযোগ। কিন্তু অনেকেই পরে বুঝতে পারছেন, এটি আসলে যুদ্ধের চুক্তি। বাংলাদেশ থেকেও এমন কিছু ঘটনা ঘটেছে; কয়েকজন যুবকের পরিবার জানিয়েছে, তাদের ছেলে চাকরির খোঁজে রাশিয়া গিয়েছিলেন এবং যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন, আবার অনেকে এখনও নিখোঁজ।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভিডিওটির অবস্থান এবং নিরবের দাবির সত্যতা এখনো যাচাই করা হয়নি। ভিডিওটির সময় বা উৎস যাচাই করা সম্ভব হয়নি, এবং কোনো সরকারি সংস্থা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যে নিরব রাশিয়ার পক্ষে লড়ছেন। তবুও তার নাম এখনো হাজারো পোস্ট ও অসংখ্য মন্তব্যে আলোচিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন