

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইথিওপিয়ার মধ্যাঞ্চলে ধর্মীয় উৎসব চলাকালে একটি অসম্পূর্ণ গির্জার ভেতরে কাঠের ভারা ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৬ জন প্রাণ হারিয়েছেন এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
আমহারা অঞ্চলের উত্তর শেওয়া জোনে বুধবার ধর্মীয় সমাবেশে ভিড় সামলাতে ব্যবহার করা হচ্ছিল অস্থায়ী কাঠের ভারা। কিন্তু অতিরিক্ত চাপের কারণে কাঠামোটি হঠাৎ ধসে পড়ে।
স্থানীয় পুলিশ প্রধান আহমেদ গেবেয়েহু রাষ্ট্রীয় টিভিকে বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বেঁচে যাওয়া তাদেসে তেসফায়ে জানান, ভারাটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই নিচে থাকা অনেক মানুষ চাপা পড়ে যায়। যারা পাশে ছিল তারা প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে পেরেছে, কিন্তু মাঝখানে থাকা অনেকেই রক্ষা পায়নি।
রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার পরদিনও ঘটনাস্থলে ক্ষতিগ্রস্তদের স্যান্ডেল, পোশাকের টুকরো ও রাজমিস্ত্রিদের ব্যবহৃত সরঞ্জাম স্তূপ আকারে পড়ে থাকতে দেখা গেছে।
মন্তব্য করুন
