

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মালয়েশিয়ায় দাম্পত্য কলহ ঘিরে এক চাঞ্চল্যকর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জেসন ওয়ং নামের এক ব্যক্তি ফেসবুকে ভিডিও প্রকাশ করে অভিযোগ করেছেন, তার স্ত্রী এক বিবাহিত চিকিৎসকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন।
প্রায় তিন মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, একটি বিএমডব্লিউ গাড়ির ভেতরে বসে আছেন এক নারী, আর গাড়ির বাইরে হাসপাতালের পোশাক পরা এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিই সেই চিকিৎসক যার সঙ্গে ওয়ং-এর স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। ভিডিওটি আপলোড হওয়ার পরপরই ভাইরাল হয়ে পড়ে।
জেসন ওয়ং জানান, বেশ কিছুদিন ধরে স্ত্রীর আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করছিলেন তিনি। বাইরে দীর্ঘ সময় কাটানো এবং ঘন ঘন ব্যস্ততার অজুহাত তার সন্দেহ আরও বাড়িয়ে তোলে। অবশেষে সরাসরি ঘটনাস্থলে গিয়ে তিনি স্ত্রীর সম্পর্কের সত্যতা জানতে পারেন।
ফেসবুক পোস্টে নিজের দুঃখ ও কষ্টের কথা জানিয়ে ওয়ং লেখেন, ঘটনাটি জানার পর আমার হৃদয় ভেঙে যায়। কিন্তু আমি টিকে থাকার সিদ্ধান্ত নিয়েছি, নিজের এবং সন্তানের জন্য।
তিনি আরও যোগ করেন, পরকীয়া কোনো দুর্ঘটনা নয়, এটি সচেতন সিদ্ধান্ত। কাউকে ছেড়ে দেওয়া কষ্টের হলেও মর্যাদা রক্ষার বিকল্প নেই। আমি বিশ্বাস করি, আমার এবং সন্তানদের ভবিষ্যৎ আরও ভালো হবে।
পোস্টে তিনি একটি ডিভোর্স পেপারের ছবিও শেয়ার করেছেন। তবে সেটি আসল নাকি প্রাথমিক কপি-তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনা ইতোমধ্যেই মালয়েশিয়ার অনলাইন মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
মন্তব্য করুন

