

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রেম করতে গিয়ে প্রায়ই নানা বিতর্কিত কাজে জড়িয়ে পড়েন প্রেমিক-প্রেমিকা। এবার এক যুগল এমন এক বিপজ্জনক কাজ করলেন, যা দেখে হতবাক নেটিজেনরা। নিরিবিলি জায়গা না পেয়ে তারা ঘনিষ্ঠ হওয়ার উদ্দেশ্যে গিয়ে বসেন সরাসরি পণ্যবাহী ট্রেনের নিচে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ভারতের বিহারে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। ইতোমধ্যে ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়—পণ্যবাহী ট্রেনের নিচে রেললাইনে বসে গভীরভাবে জড়িয়ে আছেন প্রেমিক-প্রেমিকা।
তারা এতটাই মগ্ন ছিলেন যে মাথার উপর থামানো ওয়াগন দাঁড়িয়ে আছে—এ কথাই যেন ভুলে গিয়েছিলেন। এমন সময় হঠাৎ ট্রেনের বাঁশি বাজে এবং ট্রেনটি ধীরে ধীরে চলতে শুরু করে। পাশেই থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী মোবাইলে সেই দৃশ্য ধারণ করতে থাকেন এবং আতঙ্কে চিৎকার দেন।
পরিস্থিতি টের পেয়ে অনেকটা সিনেমার দৃশ্যের মতো ট্র্যাক থেকে লাফিয়ে পড়ে হামাগুড়ি দিয়ে রেললাইন থেকে সরে আসেন প্রেমিক যুগল। ঘটনাটির ভিডিও দেখে সামাজিক মাধ্যমে ব্যাপক উদ্বেগ ও সমালোচনা প্রকাশ করেছেন নেটিজেনরা।
মন্তব্য করুন

